গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় শ্যালককে হত্যার দায় স্বীকার ভগ্নিপতির ।
আলমগীর কবীর:
গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় শ্যালক রানাকে হত্যার দায় স্বীকার করেছেন তার ভগ্নিপতি শাহার আলী ওরফে সোহান (২৮)।
শাহার আলীর দেয়া তথ্যমতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।গ্রেফতার সোহানের বিরুদ্ধে মামালা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।মঙ্গলবার (২২ ডিসেম্বর)২০২০ইং দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিহত রানার ভগ্নিপতি সোহানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার দায় স্বীকার করেছে। সোহান জানায়, শ্বশুরের কাছে ১০ হাজার টাকা পেত সে।সেই পাওনা টাকা না দেয়া এবং তাকে মারধরসহ বিভিন্ন দ্বন্দ্বের কারণে পরিকল্পিতভাবে রানাকে হত্যা করেছে।এর আগে সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সোহান বগুড়ার সারিয়াকান্দি থানার গোয়ালবাতান গ্রামের জলিল মন্ডলের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়,রানা বগুড়া থেকে দুই সপ্তাহ আগে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় সাইফুলের বাড়িতে তার বোনের বাসায় বেড়াতে যায়।ভগ্নিপতির বাসায় থাকলেও রানা দিনের বেলায় তার বড় ভাই জনির কাছেই থাকতো।
গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে রানা তার ভগ্নিপতির বাসায় যাওয়ার উদ্দেশে দোকান থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি।পরে সোমবার সকালে তার মরদেহ ওই এলাকার নির্জন স্থানে পড়ে থাকতে দেখেনে স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ রানার মরদেহ উদ্ধার করে।